৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ফ্রান্সে মহানবী হযরত মুহম্মদ (স) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলামি আন্দোলন গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ফাঁসির দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন ইসলামি আন্দোলন পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশারেফ হোসেন কানু মাতব্বর ও গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাও. মো. রফিকুল ইসলাম। এ সময় কানু মাতব্বর বলেন, ফ্রান্সে মহানবী হযরত মুহম্মদ (স) কে নিয়ে কটুক্তি করায় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সকলকে ফ্রান্সের সব ধরনের পন্য বর্জনের আহ্বান জানাই। ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে মুসলমানদের এক হয়ে লড়াই করার জন্য বলেন। এ সময় ইসলামি আন্দোলন গলাচিপা উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ