১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় কলাগাছিয়া ইউপিতে আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভা

তারিখঃ ৪ নভেম্বর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় কলাগাছিয়া ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচনী এ পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী দুলাল চৌধুরীর পক্ষে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, সরদার মো. শাহ আলম, এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, নৌকা মার্কার প্রার্থী দুলাল চৌধুরী সহ আরো অনেকে। এ সময় প্রধান অতিথি কাজী আলমগীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট দিয়ে দুলাল চৌধুরীকে জয়যুক্ত করার আহব্বান জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ