তারিখ ঃ ২৪.০৪.২০২১
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
গলাচিপায় শুক্রবার রাতে র্যাব-৮ অভিযান চালিয়ে দুই লাখ গলদার রেণু পোনা জব্দ এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম আটককৃতদের ক্রয় বিক্রয় ও পরিবহনের সাথে জরিত থাকার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। আটক আবুল কাশেমকে ১৫ দিন, কবির মুন্সীকে ৭ দিন, দিলীপ দাসকে ৩০ দিনের কারাদণ্ড, মাসুম বিল্লাহকে এক হাজার ও জসিম উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতরা গলাচিপা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গলাচিপা উপজেলা শহরের লঞ্চঘাট সংলগ্ন সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেণু পোনা বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ রেণু পোনা গলাচিপা নদীতে অবমুক্ত করা হয়েছে।