৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় জাতীয় বীমা দিবস ও ৭ই মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ১ মার্চ ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সকল ইনস্যুরেন্স কোম্পানী বীমা দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মুখে ও মিলনায়তন কক্ষে শুক্রবার সকাল ১০ টায় এক র‌্যালী, আলোচনা সভা ও তিনজন গ্রাহকদের মাঝে বোনাস চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মু. শাহিন শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (কনসালটেন্ট) ডাঃ মোঃ আল আমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা থানা পুলিশ কর্মকর্তা এসআই উজ্জল চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা সমাজসেবা শিশু সুরক্ষা কর্মী পঙ্কজ গাঙ্গুলী, বীমা প্রতিনিধি তপন কুমার রায় ও মন্টু লাল কর্মকার প্রমুখ। পরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি পালন উপলক্ষে উল্লেখিত ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক সংগঠন, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। প্রশাসনিকভাবে আগামী ৭ই মার্চ বঙ্গবন্ধু ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ আলোচনা সভার সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ