২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় টানা বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও রাস্তাঘাট

তারিখঃ ২৮ জুলাই ২০২১

 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় টানা বর্ষণে তলিয়ে গেছে পৌর শহরের রাস্তাঘাট সহ নিম্নাঞ্চল। সরেজমিনে দেখা যায় টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। ফলে বিপাকে পড়েছে শিশু, নারী ও বৃদ্ধরা। কঠোর লকডাউনের মধ্যেই এমনিতে খেটে খাওয়া মানুষের উপর দিয়ে বয়ে যচ্ছে ভয়াবহ অবস্থা তার উপর প্রবল বর্ষণে ঘর, বাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় তাদের যেন দুঃখের সীমা রইল না। পৌর শহরের কর্মকার পট্টি, টি.এন্ড.টি রোড, আনন্দপাড়া, আরামবাগ, রূপনগর, কলেজ রোড, গোডাউন রোডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ২৭ জুলাই সকাল ৬টা থেকে ২৮ জুলাই (বুধবার) সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ২৫২ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বিষয়টি নিশ্চত করেছেন পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মাসুদ রানা। তিনি বলেন, পহেলা জানুয়ারী ২০০৬ থেকে আজ পর্যন্ত এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ