২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় দুধা পালোয়ান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার প্রার্থী কামাল গাজীর সমর্থক মো.দুধা পালোয়ান হত্যার প্রতিবাদে গলাচিপা সদর ইউনিয়নবাসীর আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসময় নিহত দুধা পালোয়ানের স্ত্রী মোসা. রেহেনা বেগম,ছেলে রাকিব পালোয়ান,পরাজিত মেম্বার প্রার্থী মো. কামাল গাজী,মধু পালোয়ান,মাহাবুব হাওলাদার,আনোয়ার চৌকিদার, ফিরোজ প্যাদা,শাহিন দর্জিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য,গত ১১ নভেম্বর গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাতে ওই ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা অতর্কির্তভাবে হামলা চালিয়ে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক মো.দুধা পালোয়ানকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত দুধা পালোয়ানের স্ত্রী মোসা.রেহেনা বেগম (৪০)বাদী হয়ে গত ২৯ নভেম্বর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ