সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধা ৭টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে উপস্থিত সকলকে কেক খাওয়ানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী — ৩ (গলাচিপা –দশমিনা) আসনের এমপি এসএম শাহজাদা সাজু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো.মজিবর রহমান , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মু.মামুন আজাদ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ কার্যালয়ে রাতে সাড়ে ৮ টায় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা।
