১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ব্রিজ বাজারে প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন এস.এম শাহজাদা (এমপি)। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনিস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ব্রিজ বাজারে প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনিস্টিক সেন্টারটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন এস.এম শাহজাদা (এমপি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। এ সময় প্রধান অতিথি বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্যাসেন্ট পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। বর্তমান সরকারের সময়ে দেশে গ্রাম্য এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সংস্থা কাজ করে যাচ্ছে। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ