১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গলাচিপায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পুলিশকে সহযোগিতা করায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামে। হামলায় আজিজুল সিকদার (২৮), চাঁদনী বেগম (২০), সাহিদা বেগম (৪৫), সানু সিকদার (৬০) আহত হন। গুরুতর আহত আজিজুল সিকদার ও চাঁদনী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের নাসির সিকদারের ছেলের আকিকা অনুষ্ঠানে ৩ হাজার লোকের দাওয়াত ছিল। শনিবার ছিল আকিকা অনুষ্ঠানের নির্ধারিত তারিখ। ওই দিন সকালে গলাচিপা থানার উপ পুলিশ পরির্দশক নজরুল ইসলাম ওই এলাকার মো.আজিজুল সিকদারকে প্রতিবেশী নাসির সিকদারের বাড়ি ঠিকানা জিজ্ঞাসা করলে আজিজুল নাসির সিকাদারের বাড়ি দেখিয়ে দেয়। এই ঘটনায় নাসির সিকদার ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে রবিবার আজিজুল সিকদারের বাড়িতে হামলা করে।গলাচিপা থানার উপ পুলিশ পরির্দশক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ