১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
শনিবার সকাল ১০টায় গলাচিপা হাইস্কুল খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, আওয়ামী লীগ নেতা কাওসার আহম্মেদ তালুকদার প্রমুখ।
টুর্নামেন্টে বালকদের মধ্যে ৪টি ও বালিকাদের মধ্যে ৫টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় বালকদের মধ্যে গলাচিপা পৌরসভা একাদশ ২-০ গোলে গলাচিপা সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।বালিকাদের মধ্যে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে।

সর্বশেষ