১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গলাচিপায় বেগম রোকেয়া দিবস পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইসলামিক রিলিফ, গলাচিপা, পটুয়াখালীর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর গলাচিপা ক্যাম্পের ইনচার্জ মেজর এম এন মনির, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ ৫ জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ