সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ব্যবসার জন্য টাকা নিয়ে প্রতারণার নয়া কৌশল সাজিয়েছে মজিবর সিকদার নামের কৌশলকারী। পাওনা টাকা ফেরত না পেয়ে হতাশ হারুন গাজী আদালতে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডে মো. হোসেন গাজীর ছেলে হারুন গাজীর সাথে। অপরদিকে প্রতারণাকারী মজিবর সিকদার হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর চরখালী গ্রামের মোসলেম সিকদারের ছেলে। ঘটনাসূত্রে ও হারুন গাজী জানান, দীর্ঘ ৪ বছর আগে ব্যবসা করার কথা বলে আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার চায় আমার পূর্ব পরিচিত ও আমার মেয়ের শ্বশুর (বেয়াই) মজিবর সিকদার। আমার কাছে টাকা নাই বললে মজিবর সিকদার আমাকে এনজিও থেকে ঋণ এনে দিতে বলে এবং ২টি স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা চান। আমি তার কথায় রাজী হয়ে ৩টি এনজিও থেকে ৩ লক্ষ টাকা ঋণ এনে মজিবর সিকদারকে আমার ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলরের মাধ্যকে প্রদান করি। দীর্ঘ বছর অতিবাহিত হলেও মজিবর সিকদার আমাকে ব্যবসার কোন লাভ বা মূল টাকা ফেরত না দিলে আমি বারবার টাকা চাহিলে মজিবর সিকদার আজ দিব কাল দিব বলে আমাকে ঘুরাইতে থাকে। আমি টাকা পাওয়ার জন্য মজিবর সিকদারকে একাধিকবার বললে মজিবর সিকদার উত্তেজিত হয়ে আমার টাকা ফেরত দিবে না বলে জানিয়ে দেয়। পরে আমি কোন উপায় না পেয়ে আমার টাকা ফেরত পাওয়ার জন্য জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাডভোকেট মাহাবুব ইসলামের মাধ্যমে তাকে লিগ্যাল নোটিশ প্রদান করি। একাধিকবার নোটিশ পাঠালেও টাকা পরিশোধের বিষয়ে কোন উদ্যোগ নেয় নাই। তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও সে কোন কর্ণপাত করে না। বরং আমার ফোন সে ধরে না। এ বিষয়ে জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাডভোকেট মাহাবুব ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, একাধিকবার মজিবর সিকদারের কাছে নোটিশ পাঠালেও তিনি এর কোন সুরহা করেন নাই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল নন এবং স্ট্যাম্প দিয়ে টাকা নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এ বিষয়ে মজিবর সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, হারুন গাজী আমার আত্মীয়। ব্যবসার জন্য আমি হারুন গাজীর কাছে স্ট্যাম্প দিয়েছি। টাকা ধার নেওয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ফোন কেটে দেন। এ বিষয়ে হারুন গাজী বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেন। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, মজিবর সিকদার আমার ইউনিয়নের বাসিন্দা। হারুন গাজী আমাকে টাকার বিষয়ে একাধিকবার বলা সত্বেও আমি মজিবর সিকদারকে ইউনিয়ন পরিষদে বিষয়টি মীমাংসার জন্য ডেকেছি কিন্তু মজিবর সিকদার আসেন নি। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে, মামলাটি আমলে রয়েছে।
