গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালী গলাচিপায় মা ছেলেকে মারধর করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহতরা হলেন ইসরাত জাহান মনিরা(২৮) ছেলে শিশু আলভি (৪)।ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের খান বাড়িতে শুক্রবার সকাল নয়টায়।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেজবাহ উদ্দিন বলেন,আহত মা ও ছেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
ইসরাত জাহান মনিরার স্বামী কবির খান জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আমার শিশু সন্তান ও স্ত্রী কে মারধর করে। আমার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয় এবং আহতদের কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয় আহত মনিরা বেগম বলেন,আমার ছেলেকে মারধর এর কথা প্রতিপক্ষ কামাল ও মহাসিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে।
এ বিষয় প্রতিপক্ষ কামাল ও মহাসিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে ইউ পি সদস্য মোঃ রবিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবিভাবকদের মধ্যে মারামারি হয়েছে। এতে দুই জন আহত হওয়ার খবর পেয়েছি।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আর এম শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।