২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপসারণের প্রতিবাদে মানববন্ধন এবার ঢাকা-ভোলা পাইপলাইন নিয়ে দৌড়ঝাঁপ গ্যাজপ্রমের বানারীপাড়ায় ভাতিজার শাবলের আ*ঘা*তে চাচা নি*হ*ত পবিপ্রবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ পালিত গলাচিপায় ১৩০০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ  নলছিটিতে ইউএনওর ক্যারিশম্যাটিক পদক্ষেপে পাল্টে যাচ্ছে দৃশ্যপট ! বিকাশের প্রতারক কুয়াকাটায় পুলিশের জালে আটক রনি'র দায়ের করা মামলায় আ’ লীগ নেতা আলম ময়মনসিংহ থেকে গ্রে*প্তার ৪৮ ঘণ্টার মধ্যে ‘আমার দেশে’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম ঝালকাঠিতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

গলাচিপায় মা ছেলেকে মারধর হাসপাতালে ভর্তি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।

পটুয়াখালী গলাচিপায় মা ছেলেকে মারধর করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহতরা হলেন ইসরাত জাহান মনিরা(২৮) ছেলে শিশু আলভি (৪)।ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের খান বাড়িতে শুক্রবার সকাল নয়টায়।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেজবাহ উদ্দিন বলেন,আহত মা ও ছেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

ইসরাত জাহান মনিরার স্বামী কবির খান জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আমার শিশু সন্তান ও স্ত্রী কে মারধর করে। আমার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয় এবং আহতদের কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয় আহত মনিরা বেগম বলেন,আমার ছেলেকে মারধর এর কথা প্রতিপক্ষ কামাল ও মহাসিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে।

এ বিষয় প্রতিপক্ষ কামাল ও মহাসিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে ইউ পি সদস্য মোঃ রবিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবিভাবকদের মধ্যে মারামারি হয়েছে। এতে দুই জন আহত হওয়ার খবর পেয়েছি।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আর এম শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ