২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার ১৯৫০ দশকের শিক্ষা বিস্তারের সর্বজন স্বীকৃত পন্ডিত ও বিশিষ্ট শিক্ষাবিদ ও গলাচিপা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক ম্যাজিস্ট্রেট প্রয়াত মুঃ ইউসুফ মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা ইউসুফ এর স্মরণে মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স, মসজিদ আল ইউসুফ, স্বাস্থ্য সেবা কেন্দ্র (আলভি ভিশন) ও সাইফ ভবন গ্রানাডা একাডেমীর শুভ উদ্বোধন করলেন, কৃতিমান ছাত্র ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সাবেক সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা। অপর কৃতিমান ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক (অবঃ) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবদুল লতিফ মাসুম। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গলাচিপার হরিদেবপুর এলাকায় বিকাল ৪ ঘটিকায় মুহম্মদ ইউসুফ মিয়া ও জাহানারা স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম ইউসুফ মিয়ার ২য় পুত্র বিশিষ্ট কৃষিবিদ মুর্তজা সাইফুল আলম জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, এডভোকেট মোঃ গোলাম মোস্তফা, উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, গলাচিপা উপজেলা জামায়াত আমীর ডাঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মুঃ খালিদ হোসেন মিল্টন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধি ও মরহুম ইউসুফ স্যারের কৃতি ছাত্র-শিক্ষক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মুঃ ইউসুফ মিয়ার শিক্ষা জীবনের স্মৃতিচারন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ইউসুফ জাহানারা কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসুল্লিদের নিয়ে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল, দোয়া মুনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী এবং মাওলানা জাফর আহমেদ, ইমাম ও খতিব বায়তুশ শরিফ মসজিদ ঢাকাসহ স্থানীয় ওলামায়ে কেরামবৃন্দ।

সর্বশেষ