১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় মোবাইল না পাওয়ায় দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় মোবাইল ফোন না পেয়ে মশিউর রহমান রনি (১৬) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়ায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত রনি পৌর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন খানের ছেলে। সে গলাচিপা সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রনির বাবা জাকির খান রাঙ্গামাটি একটি দোকানের কর্মচারী। সে টিকটক ভিডিওর সঙ্গে জড়িত। বেশ কিছু দিন ধরে দাদা মোতালেব খানের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোনের আবদার করে আসছিল। আর্থিক অসামর্থের কারণে দাদা মোতালেব খান তার আবদার পূরণ করতে না পারলে রাগে-ক্ষোভে আত্মহত্যা করে রনি।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন জানান, রনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ