২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় হলি উৎসব উদযাপিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় হলি উৎসব উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। এ উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকাল থেকে বুধবার (৮ মার্চ) পর্যন্ত বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির থেকে বের করা হয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে নগর কৃর্ত্তন। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা আবির ও রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোররা দোল পূর্ণিমা বা হোলি উৎসবে অংশগ্রহন করে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল বা হলি খেলার উৎপত্তি। প্রতি বছরের ন্যায় এ বছরও গলাচিপা পৌর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, সাহাপাড়া মন্দিরসহ বিভিন্ন গ্রামে উৎসবমুখর পারিবেশের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়েছে। এছাড়া মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। রং খেলা শেষে ছবি রানী দাস, সুমা রানী দাস, শম্পা রানী দাস, শিল্পী রানী দাস বলেন, ‘সকালে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলা চড়িয়ে নগর কীর্ত্তন বের করেছি। এসময় পাড়ার সকল ঘরের লোকজনকে রঙ ও আবির মেখে দিয়েছি।’ হোলিতে অংশ নেয়া সঞ্জিব দাস, কমল সরকার, গোপাল দেবনাথ বলেন, ‘দুপুর পর্যন্ত রঙ ও আবির দিয়ে সবাইকে রাঙিয়ে দিয়েছি। বেশ আনন্দ করেছি আমরা।’ গলাচিপা পৌর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের পুরোহিত মিন্টু চক্রবর্তী বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছর এ উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে কীর্ত্তন, মন্দিরে পূজা, প্রসাদ বিতরণ, রঙ ও আবির খেলা অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের উপস্থিতিতে উৎসব মূখর ছিল মন্দির প্রাঙ্গণ।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ