১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় রেবেকা বেগমকে মারধর করে টাকা নেয়ায় আদালতে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মোসা. রেবেকা বেগম (৩০)কে মারধর ও টাকা নেয়ায় ৯জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আসামীরা হলেন মো. মনির হোসেন মোল্লা, মো. গফুর মোল্লা, মো. হাফেজ মোল্লা, মো. ইব্রাহিম মোল্লা, মো. রেজবী মোল্লা, মো. সোহেল মোল্লা, মো. নাইম মোল্লা, মো. প্রিন্স মোল্লা ও নাজমা বেগম। রেবেকা বেগম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ১ম খন্ড গ্রামের মো. ফেরদাউস মোল্লার স্ত্রী। রেবেকা বেগম ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বিকাল অনুমান ৪টার দিকে বসত বাড়িতে ঢুকে জমি জমা ও রাস্তায় হাঁটা নিয়ে বিরোধের জেরে রেবেকা বেগমকে মারধর করে ঘরের ভিতর ঢুকে মালামাল ভেংগে ঘরে থাকা টাকা হাতিয়ে নেয় আসামীরা। পরে কোন উপায় না পেয়ে রেবেকা বেগম বৃহস্পতিবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে পটুয়াখালী পুলিশ ব্যুরোকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়য়ে রেবেকা বেগমের স্বামী মো. ফেরদাউস মোল্লা জানান, আমার স্ত্রী ও সন্তানকে মারধর করে ঘরে ঢুকে ঘরের মালামাল নষ্ট করে আলমারী থেকে টাকা পয়সা নিয়ে যায়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শালিশির কথা বলে দীর্ঘ দিন হয়ে গেলে শালিশি না হওয়া বাধ্য হয়ে আদালতে মামলা করেছি। এ বিষয়ে মো. ফারুক মোল্লা বলেন, আসামীদের ভয়ে আমরা কেউ কথা বলতে পারি না। তারা প্রভাব খাটিয়ে চলে এবং আইনকানুন কিছুই মানে না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ