৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

গলাচিপায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সড়ক দূর্ঘটনায় মতলেব হাওলাদার (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোট চরকাজল গ্রামের মৃ ত আব্দুল গণি হাওলাদারের ছেলে। শুক্রবারবিকালসাড়ে ৩টার সময় ছোটচরকাজলগ্রামেরবালাবাড়িরপূজামন্ডবেরসামনেরপাকাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়েলাশপুলিশ গলাচিপা থানায়নিয়েআসে। ৪নং ওয়ার্ডেরইউপিসদস্য আমিনুলজানান,মতলেবহাওলাদারজুমারনামাজেরপরে ছোটচরকাজলগ্রামেরনাসিরহাওলাদারেরবাড়ি থেকে দাওয়াত খেয়েআসার পথে পূজামন্ডবেরসামনেপাকাসড়কপারাপারকরারউত্তর থেকে দক্ষিনগামী ১টি মোটরসাইকেলেরনিচেপরেমাথায়প্রচন্ডআঘাত পেয়েঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলচালক দ্রুত মোটরসাইকেলনিয়েপালিয়েযায়। এলাকাবাসীঘটনাস্থলে এসে দেখেনপাকাসড়কেরউপর বৃদ্ধের নিথর দেহ পরেরয়েছে। মাথা ফেটেঅনেক রক্তক্ষরন হয়েছে। পরেএলাকাবাসীপুলিশকে খবর দিলেপুলিশএসেলাশ থানায়নিয়েআসে। গলাচিপা থানারঅফিসারইনচার্জ (ওসি) মো. মনিরুলইসলামবলেন, লাশটিময়না তদন্তেরজন্য পটুয়াখালী পাঠানোহবেএবংআইনগতব্যবস্থা নেয়াহবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ