সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি ।
পটুয়াখালীর গলাচিপায় সাগরিকা (১৩) নামের এক কিশোরীর ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।শনিবার রাতে তার নিজ ঘরের বারান্দার আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হোগল বুনিয়া গ্রামের বিমল চক্রবর্তীর মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় নিহতের বড় ভাই ও মা লেখাপড়ার জন্য চাপ প্রয়োগ করলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সাগরিকা চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করতো। পারিবারিক অভাবের কারণে বেশী বয়সে লেখাপড়া করতে হয়।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পুয়াখালী হাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
