১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

গলাচিপায় ৭ দফা দাবিতে ইসলামী আন্দোল গণসমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
শনিবার ৭ সেপ্টেম্বর দুপুর ৩ টায় গলাচিপা পৌর মঞ্চ প্রাঙ্গনে ৭ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ কাজী গোলাম সারোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন সহ- সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আলহাজ্ব মোশাররফ হোসেন মাতুব্বর, এসময় আরও উপস্থিত ছিলেন পৌর সভাপতি মাওলানা মোঃ রিপন।
এ সময় বক্তারা বলেন ছাত্র জনতার গনঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা করা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা দুর্নীতি সন্ত্রাস বৈষম্য ভোটাধিকার রক্ষার্থে ( পি,আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ৭ দফা দাবী তুলে ধরেন।
প্রধান অতিথি বলেন, জনগণকে এমন সেবা-ই দিতে চাই, যেমনটা সাধারণ জনগণ চায়। এই দেশটা হলো জনগণের, জনগণের টাকায় দেশ চলে। মানুষ সেবা চাওয়ার পরেও পাবে না তা কখনোই হবে না, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে। চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা‌ পরিষদ বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখা, পটুয়াখালী, মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা‌ পরিষদ বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখা, পটুয়াখালী, হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান, নায়েবে মুহতামিম, কাসেমুল‌ উলুম মাদ্রাসা গলাচিপা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ