সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি—-
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, জাতির জনকের স্বপ্নপূরণ ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সিভিল সোসাইটি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মহান ১৬ই ডিসেম্বর ও ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কে, যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে, মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার নুরুল ইসলাম ধলা, বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন তালুকদার শামসুদ্দীন শানু ঢালী, ফজলু মল্লিক প্রমুখ । অনুষ্ঠানে নানাবিধ প্রস্থাবনা নিয়ে বক্তব্য রাখেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও শিক্ষা দরদী, মিসেস সালমা ওয়াহিদ, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন । সভায় সকলের প্রস্তাব মোতাবেক ১৪ ও ১৬ ডিসেম্বর/২২ দিবসটি পালনের লক্ষ্যে, বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।