১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গলাচিপা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ৭ নভেম্বর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রবিবার বিকাল ৩টায় দলীয় কার্যালয় তালবদ্ধ থাকায় অফিসের সামনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান (সাবেক ইউপি চেয়ারম্যান) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. ছালাম মৃধা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা ফারুক, এ্যডভোকেট মো. মিজানুর রহমান মজনু, যুবদল নেতা মো. মোস্তাফিজুর রহমান মইন। সভায় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রহস্যজনকভাবে উপজেলা বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় রাস্তার উপরে আজকে আমাদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে হল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ