২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপা বাংলাদেশ-তুরস্ক স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সঞ্জিব দাস (গলাচিপা) পটুয়াখালী, প্রতিনিধি
আজকের শিশুরাই, আগামী পৃথিবীর সু-নাগরিক ও দেশের গৌরব অক্ষুন্ন রাখবে। গতকাল উপজেলা প্রশাসন পরিচালিত, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের ২০২২ শিক্ষাবর্ষের, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অফিসার্স ক্লাবে রবিবার বেলা ১১টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে, স্কুলের সভাপতি, শিক্ষা বান্ধব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সুযোগ্য জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মু.শাহিন শাহ্। মুখ্য সঞ্চালক হিসেবে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ ও মিসেস নির্বাহী অফিসার ডা: জান্নাতুল নাঈম আইভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, বরিশাল বিএম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যানের সহধর্মনি মিসেস জাহাঙ্গীর হোসেন টুটু, বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের উপাধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট কলামিস্ট মু.খালিদ হোসেন মিলটন, শিক্ষক মেহেদী হাসান চৌধুরী উজ্জ্বল মিয়া প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জোহিন মহসিন ও অনান্য শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে স্কুল কর্তৃপক্ষ, অধ্যক্ষ ও নির্বাহী অফিসার ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করে। পরে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে স্কুল আঙ্গিনায় ফটোসেশন করে। অধ্যক্ষ্য জান্নাতুল নাঈম আইভি বিদায়ী শিক্ষার্থীদের কে আগামী সময়ে বা শিক্ষা জীবনে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি চর্চায়, নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সকল অভিভাবক মা-বাবা সহ সুধীরা অংশ নেয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ