মুহাম্মাদ আবু মুসা—
বগুড়ার গাবতলীতে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ১০অক্টোবর/২৪ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাক প্রতিবন্ধী মামুন মন্ডলের কন্যা মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী নিশা খাতুন (১১) ও একই গ্রামের আব্দুল্লাহেল কাফী পল্টু’র শিশু কন্যা মোকামতলা গোল্ডেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রত্যাশা খাতুন (১১) সবার অজান্তে বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে যায়। বিলের পানিতে ডুবে দুই শিশু কন্যা’র মরদেহ ভেসে উঠলে পথচারীদের নজরে পড়ে। তাদের চিৎকারের আশে পাশের লোকজন ছুটে এসে লাশ দু’টি উদ্ধার করা হয়।
