মুহাম্মাদ আবু মুসা–
মঙ্গলবার বগুড়া গাবতলীর মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ লক্ষ ১৫হাজার টাকা ব্যয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন ও বিদ্যালয়ের সভাপতি আনোয়ার পারভেজ এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, মহাস্থান মাহী সরওয়ার কলেজের প্রধান সহকারী ইয়াসিন আলী প্রমুখ।