মুহাম্মাদ আবু মুসা
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দৌলতজ্জামান সরকার ইন্তেকাল করেছেন ইন্না— রাজিউন। বার্ধক্য জনিত কারনে সকাল পৌনে ৭টায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০বছর। তিনি ৫ছেলে, ৩মেয়ে, নাতী নাতনী বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বিকেল ৪টায় গাবতলী পৌর এলাকার গোড়দহ নিজ বাড়ি সংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্ঠা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন, যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী সরকার, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, নজরুল ইসলাম টুকু, মোমিনুল হক মমিন, জুলফিকার হায়দার গামা, এমআর ইসলাম রিপন, গাবতলী পৌর পুলিশিং কমিটির সভাপতি আবু সাঈদ মাস্টার, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসা, বিএনপি নেতা আব্দুর রহিম পিন্টু, মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, মকবুল হোসেন, আব্দুল ওহাব মন্ডল, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, শাহাদত হোসেন খান সাগর, আব্দুল হান্নান, আব্দুল মজিদ মন্ডল, আতিয়ার রহমান আতোয়ার, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, হারুন অর রশিদ, রুহুল হাসান রুহিন, আব্দুল লতিফ, মহাব্বত আলী, আনোয়ার হোসেন, সোহেল রানা, স্বেচ্ছাসেবকদল নেতা রাকিব হাসান হিরু, পবন সরকার, ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ, এসএম রাঙ্গা, মোস্তাফিজার রহমান মোস্তা, যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার, মনির ইসলাম পিপুল, বিএনপি ও অঙ্গদল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন রাজনৈতিকদলের নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ দিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল থেকে বিবৃতি দেয়া হয়েছে। //
