২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

গারুড়িয়া ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ভিন্নমত

বরিশাল বাণী:
গত কয়েকদিন যাবত থেকে ৩০ জুন (মঙ্গলবার) কয়েকটি অনলাইন পত্রিকায় ও ফেসবুক আইডি দিয়ে চেয়ারম্যান এ এস এম জুলফিকার হায়দার -কে জরিয়ে, গত ২৬ জুন রাতে বরগুনা টাউন হল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস, দুটি রামদা ও ১৮ টি পাইপসহ ফোরকান মাহমুদ ও তার সহযোগী আরিফকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় কেন্দ্র করে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এএসএম জুলফিকার হায়দারের ব্যক্তিগত মোটরসাইকেল চালক ফোরকান মাহমুদকে বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান জুলফিকার হায়দার।

তিনি বলেন, উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত । একটি কুচক্রী পরাজিত মহল ষড়যন্ত্র করে সাংবাদিক ভাইদের কে মিথ্যে তথ্য দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এই সংবাদটি প্রকাশিত করছে।

তিনি আরো জানান, আমার ব্যাক্তিগত মোটর সাইকেল চালক নেই কারন আমি প্রাইভেট কার ব্যাবহার করি। এবং ফোরকান মাহমুদ আমার কোন আত্মীয়-স্বজন ও নয়,তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক নেই। আমি গারুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাই একটি বিয়ের অনুষ্ঠানে ফোরকানের সাথে তোলা একটি ছবি দিয়ে এইরকম মিথ্যা সংবাদ প্রকাশ করা একটি ঘৃণিত কাজ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ