ময়মনসিংহের গৃহকর্মী হত্যা রহস্যের জট অবশেষে খুললো। লাগেজে থাকা প্রেসক্রিপশনের সূত্র ধরে দীর্ঘ দুইমাস পর রহস্যের জট খুলে।শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।নিহত সাবিনা সদর উপজেলা উজান ঘাগরা গ্রামের সিরাজুল ইসলাম শিরুর মেয়ে।
গৌতম কুমার বিশ্বাস জানান, গৃহকর্মী সাবিনাকে প্রায়ই মারধর করতেন মেরিন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সোহাগ ও তার রিফাত জেসমিন। অসুস্থ থাকায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় নিহত সাবিনার। পরে তাকে বেধড়ক পেটায় জেসমিন। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাগেজে ভরে মরদেহ গুম করতে স্ত্রীকে সহায়তা করে স্বামী জাকির।