নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কালাম মৃধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তির বাড়ি মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামে। পরবর্তীতে তার বাড়িসহ আশেপাশের ৩০টি বাড়ি উপজেলা প্রশাসনের নির্দেশে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু আজ রবিবার (২৮ জুন) দুপুরে লকডাউন ঘোষণা করেন। এ ছাড়া তার সংস্পর্শে আসা ব্যক্তি মোঃ নাজমুল মৃধা, মোঃ নিলন মৃধা, মোঃ লিখন মৃধা, মোঃ আনিস কবিরাজ, মোঃ রাহাত কবিরাজ, মোঃ জাফর কবিরাজ, মোঃ জামাল হাওলাদার, অশোক শীলকে কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেন।