শামীম মীর,গৌরনদী ।।
বরিশালের গৌরনদী উপজেলার হাজিপাড়া এলাকা থেকে চারশ’ পিচ ইয়াবাসহ তরিকুল ইসলাম তপু সিকদার (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তপু ওই এলাকার জাহাঙ্গীর সিদকারের পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাজিপাড়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করার খবর জানতে পেরে থানার এসআই অহিদ মিয়া সঙ্গীয় ফোর্স এএসআই আসাদুল ইসলাম, পিনাকী সিকদার ও মোঃ নুরুল আলমকে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রেতা তপু সিকদারের দেহ তল্লাশী করে চারশ’ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তপু সিকদারের বিরুদ্ধে থানায় আরো তিনটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে এসআই অহিদ মিয়া বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর একইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
