৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা শাহ আলমকে আটক করেছে র‌্যাব

 

নিজস্ব প্রতিবেদক,বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রাম থেকে ৭৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শনিবার মধ্য রাতে বিক্রেতা মোঃ শাহ আলম চাপরাশীকে (৩৮) আটক করে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় গতকাল সকালে র‌্যাব-৮, বরিশাল এর ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। ধৃত শাহ আলম চাপরাশী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী চাপরাশীর পুত্র।
র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনাকালে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাঁরাকুপি গ্রামের মোঃ শাহ আলম চাপরাশীর বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা শাহ আলম পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক তাকে আটক করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৭৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ধৃত শাহ আলম চাপরাশীতে রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ