নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী উপজেলার পল্লীতে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মেয়ে জামাতা ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সুন্দরদী নামের এলাকায় গৌরনদী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নবীন সরদার (২৮) ও তার শ্বাশুড়ি বেবী বেগম (৪৮)কে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে এবং উভয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
পুলিশ জানায়, সুন্দরদী পল্লীতে মাদকের চালান মজুত আছে এমন খবরে সেখানে একটি টিম হানা দেয়। পরবর্তীতে সেখানকার একটি বাসায় তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এই মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় বেবী বেগম এবং তার মেয়ে জামাতা নবীন সরদারকে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি মো. তৌহিদুজ্জামান জানান, শাশুড়ি ও মেয়ে জামাতা মিলে বেশ কিছুদিন ধরে সুন্দরদীতে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার বিশেষ মাধ্যম তাদের কাছে মাদক থাকার বিষয়টি নিশ্চিত করলে পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাা ও ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তাদের দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ একটি মামলা করে। এবং উভয়কে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।’