২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

গৌরনদীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক ::: এলাকায় তোরে কোন রাজনীতি করতে দেবোনা বলেই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মুমূর্ষু অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার রাত দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে।

আহত ছাত্রলীগ নেতা জহির উদ্দির বাবর ঢাকা বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। সে গৌরনদীতে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত।

সোমবার সকালে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা জহির উদ্দিন বাবর অভিযোগ করে বলেন, রবিবার রাত দশটার দিকে বার্থী বাজারে অবস্থান করছিলাম। এরইমধ্যে বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্যাদা, বিতর্কিত ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদারের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী এসে “এলাকায় তোরে কোন ছাত্রলীগের রাজনীতি করতে দেবোনা” বলেই আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে একটি দোকানের সামনে ফেলে রাখে। এসময় আমাকে উদ্ধার করতে গিয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ী আহত হয়। পরবর্তীতে থানা পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলায় ২০০১ সালের বিএনপি ক্যাডার শাহ আলী ও নব্য আওয়ামী লীগে যোগদানকারীরাও অংশগ্রহন করে।

অভিযোগ করে তিনি (বাবর) আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমাকে প্রানে মেরে ফেলার জন্য অতর্কিত ভাবে হামলা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযো পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ