শামীম মীর গৌরনদী ।।
পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে বরিশালের গৌরনদীতে বিট পুলিশ করোনাভাইরাস সংক্রমণ থেকে সু-রক্ষা ও সরকারি নিদের্শনা মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার ও পথচারীসহ সর্বসাধারনের মাঝে বিনা মূল্যে মাক্স বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বিট পুলিশ বার্থী ইউনিয়নের উদ্যোগে কটকস্থল বাসষ্ট্যান্ড, ইউনিয়ন পরিষদ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় সচেতনতামূলক প্রচার ও পথচারীসহ সর্বসাধারনের মাঝে বিনা মূল্যে মাক্স বিতরণ করেন বিট অফিসার গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হকসহ অন্যান্যরা।
