১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গৌরনদীতে বিষাক্ত সাপের কামড়ে সাপুরের মৃত্যু

শামীম মীর, গৌরনদী ॥ সাপ ধরা ছিল তার নেশা সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে রেজাউল করিম (৩০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামের মৃত নুর ইসলাম হাওলাদারের পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার আধুনা গ্রামে সহকর্মী আল আমিন কে নিয়ে সাপ ধরতে যায় সাপুড়ে রেজাউল। ওই গ্রাম থেকে দুইটি বিষাক্ত সাপ ধরেন সাপুড়ে রেজাউল। এরমধ্যে একটি সাপ সহকর্মী আল আমিনের কাছে দিয়ে আরেকটি নিজের কাছে রাখেন। এসময় নিজের কাছে রাখা বিষাক্ত সাপ রেজাউলকে কামড় দেয়। সাপুরের পরিবারের সদস্যরা জানান, রেজাউলকে সাপে কামড় দেয়ার পরপরই চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে (শেবাচিম) সাপের কামড়ের কোন চিকিৎসা না পেয়ে জেনারেল হাসপাতালে যাওয়ার পথে তার (রেজাউল) মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ