২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে একটি লেপ-তোষক তৈরির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন জানিয়েছেন, খবরপেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরুপরের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ