গৌরনদী প্রতিনিধি—
বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক গফুর সরদারকে (৪৫) গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার সকালে উপজেলার উত্তর পালরদি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানান।গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম জানান, গফুর সরদার ২০১৮ ও ২০২০ সালের গৌরনদী মডেল থানার একাধিক জিআর মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারী পরোয়না রয়েছে। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ উপজেলার উত্তর পালরদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক গফুর সরদার অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে হয়রানী করতে পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে।
