গৌরনদী প্রতিনিধি–
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লগডাউনের ১৩তম দিনে বরিশালের গৌরনদীতে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহীনি।বুধবার সকালে উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে সরকারি নিদের্শ অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় ৬টি মামলায় দুই হাজার ছয়শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন। এ ছাড়া টিকা গ্রহনের জন্য জনসাধারনকে সচেতনতা মূলক মাইকিং করেন ইউএনও।
