গৌরনদী প্রতিনিধি:; বাসস্ট্যান্ড বটতলা এলাকা হইতে ১৪ কেজি গাঁজা উদ্ধার।এসআই (নিরস্ত্র)/মোঃ মজিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ গৌরনদী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিতে আশোকাঠি এলাকায় অবস্থানকালে ইং ০৯/১২/২০২৪ তারিখ রাত ২০.৫০ ঘটিকায় গোপন সংবাদতের ভিত্তিতে জানতে পারেন যে, গৌরনদী পৌরসভাস্থ গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করার নিমিত্তে এসআই মজিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ উল্লেখিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে এসআই মজিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স এর সহায়তায় আসামী ১।মোঃ দুলাল মোল্লা(৪৫),পিতা-মৃত খালেক মোল্লা,মাতা-আঞ্জমান বেগম, স্থায়ী সাং-ভাসানচর,থানা-মেহেন্দীগঞ্জ,জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-বড়বাড়ী বাহার মার্কেট,খাইলকৈর(জনৈক সাইফুল এর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া) থানা-গাছা,জেলা-গাজীপুর কে ঘটনাস্থল হতে ধৃত করেন। অত:পর উপস্থিত লোকজনের সামনে ধৃত আসামীর নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সামনে ধৃত আসামী মোঃ দুলাল মোল্লা এর দেহ তল্লাশীতে উদ্ধত হলে ধৃত আসামীর ডান হাতে থাকা একটি লাল রঙের লাগেজের (যার উপরে ইংরেজীতে AP CAT লেখা) ভেতর হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে খাকী রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ০৭(সাত) পোটলা অবৈধ মাদকদ্রব্য গাঁজা,যার প্রতি পোটলায় ০২(দুই) কেজি করে সর্বমোট (৭X২)=১৪(চৌদ্দ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং যার সর্বমোট বাজার মূল্য অনুমান (১৪X৩০,০০০)=৪,২০,০০০/-(চার লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত লোকজনের সম্মুখে ইং ০৯/১২/২০২৪খ্রিঃ রাত ২১.২০ ঘটিকায় জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করেন। অতপরঃ ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী আসামী মোঃ বেল্লাল হোসেন(৪২),পিতা-মৃত কালু বেপারী,মাতা-নূরবানু,সাং-লোহালিয়া,থানা-বাবুগঞ্জ,জেলা-বরিশাল এর নাম-ঠিকানাসহ তার অবস্থান গৌরনদী থানাধীন বাটাজোর বাজারের বাস কাউন্টারের সামনে জানালে ধৃত আসামী ও জব্দকৃত আলামতসহ এসআই মজিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ গৌরনদী থানাধীন বাটাজোর বাজারের বাস কাউন্টারের সামনে ঢাকা-বরিশাল পাকা মহাসড়কের উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ইং ০৯/১২/২০২৪খ্রিঃ তারিখ রাত ২২.৪৫ ঘটিকায় আসামী মোঃ বেল্লাল হোসেন(৪২)‘কে আমরা ধৃত করেন। ধৃত আসামীদ্বয় এক অপরের সহায়তায় গৌরনদী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল।উক্ত ঘটনায় এসআই মজিবুর রহমান বাদী হইয়া অফিসার ইনচার্জ গৌরনদী মডেল থানা বরাবর এজাহার দায়ের করিলে গৌরনদী থানার ,এফআইআর নং-৯, তারিখ- ১০ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৩০৩, তারিখ- ১০ ডিসেম্বর, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;; রুজু করেন। মামলার তদন্তভার এসআই সাইফুল ইসলাম এর উপর অর্পন করেন। আসামীদ্বয়কে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
গৌরনদীতে লাগেজ ভর্তি ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার
- ডিসেম্বর ১০, ২০২৪
- ৮:২২ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সর্বশেষ
পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৩ ।।
১২:৪৫ পূর্বাহ্ণ
স্ত্রী-সন্তানসহ জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯:৫০ অপরাহ্ণ
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
৯:৪৪ অপরাহ্ণ
ক*সা*ই থেকে নদী খেকো জাফর
৯:৩০ অপরাহ্ণ
বাংলায় আমি জন্মেছি— গোলাপ মাহমুদ সৌরভ
৯:২২ অপরাহ্ণ
গৌরনদীতে সরকারি খালে বেড়া দিয়ে দখলের অভিযোগ
৯:০৮ অপরাহ্ণ
কাউখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৮:৫১ অপরাহ্ণ
শায়েস্তাবাদ ইউনিয়নে মোটরসাইকেল চালককে কু*পিয়ে জখম
৮:২১ অপরাহ্ণ
দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
৮:১০ অপরাহ্ণ
উজিরপুরের দুধর্ষ ডাকাতির ঘটনায় মামলা
৮:০৮ অপরাহ্ণ