৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

গৌরনদীতে সরকারি নির্দেশ অমান্য করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীকে জরিমানা

গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদীতে সরকারি নিদের্শ অমান্য করে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্টান খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মানায় ১৬টি মামলায় ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী, টরকী, মাহিলাড়া ও আশোকাঠী বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৮টি ব্যবসা প্রতিষ্টান ও ৮পথচারীকে ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেন। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ