গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের গৌরনদীতে বাড়িতে ঘরের দরজা খোলার সময় সাপের কামড়ে ফারুক দেওয়ান (২৭) নামের এক ভ্যানচালক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে এ ঘটনা ঘটে।
ফারুক দেওয়ান ওই গ্রামের মৃত মজলুম দেওয়ানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত ভ্যান চালানোর পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই সন্তানের জনক ফারুক দেওয়ান বাড়ি ফিরে আসেন। এ সময় ফারুক বসত ঘরের বাহির থেকে ফাঁকা দিয়ে দরজা খোলার সময় বিষধর সাপে তার ডান হাতে কামড় দেয়। এরপর স্থানীয় ওঝাঁ দিয়ে ঝাড়ফুঁক দেয়ার দেড় ঘণ্টা পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক ফারুককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার্ড করেন।
বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে বৃহস্পতিবার গভীর রাতে ফারুক মারা যান। শুক্রবার তার লাশ দাফন সম্পন্ন হয়।