শামীম আহমেদ :: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ইল্লা নামক এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়। নিহতের পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।