২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ভূরঘাটা চেকপোস্ট এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বানরীপাড়া উপজেলার কচুয়া গ্রামের মফিজ বেপারীর ছেলে জসিম বেপারী (৩৫) এবং মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর গ্রামের জয়নাল বালীর ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় করোনাকালীন বিধিনিষেধ কার্যকর করতে একদল পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেজনক ভাবে ঘোরাফেরা করায় পুলিশ দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ