২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ১৫ কিলোমিটার যানজট

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) রাত ১১টার পর থেকে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত সেতুর পশ্চিমপাড় থেকে নলকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।

এর ফলে ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো যানযটে আটকে থাকায় যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়ে। একই সাথে সময়মতো পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্য পৌঁছাতে না পারায় লোকসানের শঙ্কায় করেছেন ব্যবসায়ীরা। আর অনেক চালক কুয়াশার কারণে রাতভর রাস্তার পাশে গাড়ি বন্ধ রেখেছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক সাকাওয়াত হোসেন জানান, ঘন কুয়াশার কারণে রাত ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল চরম বিঘ্ন ঘটে। কুয়াশায় দেখতে না পারায় চালকরা ধীরগতিতে চালানোর ফলে সেতুর পশ্চিমপাড়ে যানবাহনের দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এতে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কুয়াশা কমে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
তিনি আরও জানান, কুয়াশার পাশাপাশি পাটুরিয়া দৌলতিয়া ফেরিঘাট বন্ধ থাকায় যানবাহন বেশি হওয়ায় যানজটের একটি অন্যতম কারণ। তবে প্রশাসন রাতঘর গাড়িগুলো একলেনে রাখার জন্য চেষ্টা চালিয়ে গেছে।

চালক আব্দুর রহমান জানান, বগুড়া থেকে নলকা পর্যন্ত স্বাভাবিকভাবেই এসেছি। কিন্তু নলকার পর থেকে তীব্র যানজট ছিল। নলকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হতে প্রায় সাত ঘন্টা লেগেছে। গভীর রাতে দোকান-পাট বন্ধ থাকায় যাত্রীসহ সকলের দুর্ভোগ পোহাতে হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ