১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

চরকাউয়া খেয়াঘাটে হয়রানী বন্ধে কার্যকর উদ্যোগ নিল ‘বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী রিপোর্ট:  ৮ নভেম্বর কীর্তনখোলা নদীর তীরে রিভার ভিউ রেষ্ট্রুরেন্টে চরকাউয়া খেঁয়াঘাটের চলাচলরত যাত্রীসাধারনের পক্ষে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মাঝিমাল্লা সমিতির সাথে যাত্রীদের উত্থাপিত ১৫ দফা দাবী নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৫টি শর্তে মাঝিমাল্লাদের কাছ থেকে লিখিত ওয়াদা গ্রহণ করা হয়।

এ সভায় বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক ও বরিশাল জেলা পরিষদ সদস্য মোঃ মুনাওয়ারুল ইসলাম অলি, মোঃ কেরামত আলী হাওলাদার, আসাদুল আলম আসাদ, মোঃ কামাল হোসেন চৌধুরী, জাকির হোসেন তালুকদার, মোঃ নুরুল ইসলাম হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম মনির, মোঃ শফিকুর রহমান, মোঃ বশির আহম্মেদ, সৈয়দ জিয়াউল হাসান, ওবায়দুর রহমান মাসুম, মাঝিমাল্লা সমিতির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন, চান মিয়া, বাদল বেপারী ও বাদল খলিফাসহ প্রমুখ।

-ঃ শর্তাবলী ঃ-
১. সকাল ৬:৩০ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত জনপ্রতি ০৩/- (তিন) টাকা হারে প্রতিটি ট্রলারে সর্বোচ্চ ২০(বিশ) জন যাত্রী বহন করিবে।
২. রাত ৮:৩০ মিনিট থেকে সকাল ৬:৩০ মিনিট পর্যন্ত জনপ্রতি ০৫/- (পাঁচ) টাকা হারে ১০(দশ) জন যাত্রী বহন করিবে।
৩. রিজার্ভ পাড়াপাড়ের ক্ষেত্রে পূর্বে ন্যায় ৩০/- (ত্রিশ) টাকা চলমান থাকিবে।
৪. রিজার্ভ মটরসাইকেল ৪০/- (চল্লিশ) টাকা চলমান থাকবে।
৫. ১টি মটরসাইকেল ৩০/-(ত্রিশ) ও ৬ জন যাত্রী ০৩/- (তিন) টাকা হারে বহন করিবে।
৬. ২টি মটরসাইকেলের ক্ষেত্রে ৩০/-(ত্রিশ) হারে ৬০/-(ষাট) টাকায় বহন করিবে।
৭. মালামাল বহনের ক্ষেত্রে বর্তমান নিয়ম বহাল থাকিবে এবং কোন প্রকার জুলুম করা যাইবে না।
৮. রাতের বেলায় ট্রলারে দৃশ্যমান বাতির ব্যবস্থা থাকিবে হইবে।
৯. নাবালক/শিশু দ্বারা ট্রলার চালানো যাইবে না। প্রশিক্ষণ প্রাপ্ত/প্রাপ্ত বয়স্কদের দ্বারা ট্রলার চালাইতে হইবে।
১০. প্রতিটি ট্রলারে ১জন চালক ও ১জন হেলপার থাকিতে হইবে।
১১. চালকের গাফিলতির কারনে ট্রলারে কোন দূর্ঘটনা ঘটিলে ঐ ট্রলারের চালক ও মালিক ইহার দায়ী থাকিবে ও ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবে।
১২. বন্দর থানা, চরকাউয়া ইউনিয়ন পরিষদ, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাঝিমাল্লাদের প্রতিনিধি সমন্বয়ে মনিটরিং সেল গঠন করিতে হইবে। প্রতি ৩(তিন) মাসে কমপক্ষে ১বার মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হইবে এবং যাত্রীদের সাথে সদা সদাচারণ করিতে হইবে।
১৩. ৪নং খেঁয়াঘাট থেকে পামেরহাট পর্যন্ত দিনের বেলায় ১২০/- (একশত বিশ) টাকা ও রাতে ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ট্রলার চলাচল করিবে।
১৪. সভায় সম্পন্ন সিদ্ধান্তসমূহ যাত্রীদের অবগতির জন্য উভয় ঘাটের দৃশ্যমান স্থানে বোর্ড স্থাপন করিতে হইবে।
১৫. অদ্যকার সভার কার্যবিবরণী প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে অবগতির জন্য প্রেরণ করা হইবে।

সর্বশেষ