নিজস্ব প্রতিবেদক : চরফ্যাশন এসটিএস হাসপাতালের আয়োজনে দক্ষ চিকিৎসকের সমন্বয়ে দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আমিনাবাদ ইউনিয়নের স্বপ্ন কুঠিরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফ্রী চিকিৎসা ক্যাম্পে ইউনিয়ন পর্যায়ে কয়েক শত অসহায় রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা.মো. ইব্রাহিম।
চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে আলাপকালে তারা জানায়, টাকার অভাবে অসুস্থ্য হয়েও চিকিৎসা নিতে পারছিলাম না, এসটিএস হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা সেবা পেয়েছি।
হাসপাতালটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রায়হান শিকদার জানান, চরাঞ্চলসহ গ্রাম-গঞ্জের গরিব অসহায় রোগীদের জন্য এসটিএস হাসপাতালের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিগত দিনেও চরফ্যাশন উপজেলায় হজারো দরিদ্র অসহায় মানুষকে ফ্রী চিকিৎসা সেবা দিয়েছে।