নিজস্ব প্রতিবেদক :
ভোলার চরফ্যাশনের আহম্মদপুর ইউনিয়নের ২৫নং ওয়ার্ডে রোববার দুপুরে কলা খাওয়া নিয়ে বড়ভাইয়ের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে মারা যায় ৯ বছরের শিশু পারভেজ।
এলাকার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম ও মেম্বার রনি মিয়া জানান, শ্রমিক লীগ নেতা কামাল বেপারীর ছোটছেলে পারভেজের গলায় ফাঁস দেয়া লাশ পুলিশ উদ্ধার করেছে। দুপুর সাড়ে ১২টায় কামাল বেপারী বাজার থেকে এক হালি বাংলাকলা কিনে বাড়ি আসেন। বড় কলাটি খেতে চায় পারভেজ। ওই কলা বড়ভাই হৃদয় খেয়ে ফলে। এতে রাগ করে পারভেজ ঘর থেকে বের হয়ে যায়। পরে তার ঝুলন্ত লাশ পাশের পরিত্যক্ত ঘরে পাওয়া যায়।
চরফ্যাশন থানার এসআই কেরামত আলী জানান, ৯ বছরের শিশু গরু বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে পরিবারের লোকজন তাদের জানান। এদিকে শিশুর পিতা আবুল কালাম বেপারীসহ পরিবারের লোকজন এমন ঘটনায় হতবিহ্বল। তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার দাবি জানান প্রশাসনের কাছে।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বিষয়টি ওসি দুলারহাটকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।