১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে কৃষকের ২টি গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বানী ডেক্স : ভোলার চরফ্যাশন উপজেলা শশীভুষন থানাধীন রসুলপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডে রাতের আধারে দুই কৃষকের গরু জবাই করে চামড়া ও ভুড়ি রেখে গোস্ত নিয়ে গেছে কে বা কারা।

ভোক্তভোগী গরুর মালিক রসুলপুর ২ নম্বর ওয়ার্ডের মোঃ সামছুল হক মাঝির ছেলে আবুল কালাম সাংবাদিককে জানান, গতকাল (বুধবার) রাত ১১ ঘটিকার সময় আমি শশীভুষন বাজার থেকে বাড়িয়ে এসে প্রতিদিনের মত আমি আমার গোয়াল ঘরে গরু দেখতে যাই,সব কিছু ঠিকঠাক আছে বিদায় আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পরি। কিন্তু বৃহস্পতিবার সকাল বেলা গোয়াল ঘরে এসে দেখি আমার গোয়াল ঘরে গরু নেই, তাই আমি অস্থির হয়ে চতুর দিকে খোজােঁখুজিঁ করতে থাকি।পরে জানতে পারি একই ওয়ার্ডেের আমার বাড়ি থেকে একহালট দক্ষিন পশ্চিম পাশে জনৈক বারেক হাওলাদার বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে দুইটি গরুর চামড়া ও ভুড়ি পরে আছে। সেখানে গিয়ে আমার গরুর চামড়া ও রশি দেখে আমি চিনতে পারি যে এটাই আমার গরু,একটু পাশেই পরে থাকা আরেকটি গরুর ভুড়ি দেখা যায় পরে জানতে পারি সেটা আমার পার্শ্ববর্তী একই এলাকার প্রবাসী আঃ মান্নানের স্ত্রী কুলসুম বেগমের গরু। আমাদের দুইজনের বাড়ি পাশাপাশি।স্থানীয়দের ধারনা চোর চক্র গভীর রাতে গরু দুইটি বাড়ি থেকে এনে এখানে জবাই করে গোস্ত নিয়ে গেছে। তবে চোর চক্র যাওয়ার সময় একটি ধারালো চুরি ও এক জোড়া জুতা রেখে গেছে।

এবিষয়ে মোঃ সামছুল হক মাঝি বাদী হয়ে শশীভুষন থানা একটি অভিযোগ দিয়েছেন।

শশীভুষন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিককে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি।আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আশা করি খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো।

সর্বশেষ