১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চরফ্যাশনে জমিয়ত নেতৃবৃন্দের সাথে ইউএনও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবি সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নির্বাহী সদস্য,মাদ্রাসা প্রধান ও সহপ্রধানদের সাথে মতবিনিময় করেছেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। আজ বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চরফ্যাসন অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দাখিল, আলীম, ফাযিল ও কামিল মাদরাসা প্রধান, সহপ্রধান এবং জামিয়াতুল মোদার্রেছীন নির্বাহী সদস্যগণ অংশ গ্রহণ করেন। এইসময় মাদরাসা শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন যুক্তিক দাবী দাওয়া উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি’র বক্তব্যে ইউএনও নওরীন হক বলেন, জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখা এত সুসংগঠিত দেখে আমি অভিভূত। এ সময় তিনি কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ছাত্রী-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের সহযোগীতা কামনার পাশাপাশি তাদের দাবীগুলো পালনের আশ্বাস দেন ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ