চরফ্যাশনে (ভোলা) প্রতিনিধিঃ মাদকাসক্ত দুই কিশোরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করেছে দুলারহাট থানা পুলিশ। বুধবার (২০অক্টোবর) বেলা ১১টায় ওই দুই কিশোরকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে এসআই সাহনাজ কবিরের নেতৃত্বে দুলারহাটের চর তোফাজ্জল ৪নং ওয়ার্ডস্থ বাজার থেকে চর যমুনা ৬নং ওয়ার্ডের বাসিন্দা আল হেলালের ছেলে আহাদ (১৭) ও ইউসুফ সাঝির ছেলে মাহিন ইসলামকে ৮গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। স্থানীয় এলাকাবাসী বলেন ওই কিশোরেরা এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত। দুলারহাট এলাকার মাদকের মূল হোতা মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্যও দাবি করেন স্থানীয়রা। দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ হোসেন বলেন,দুই কিশোরকে ৮গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেপ্তার করে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছেন। মামলা নং ৪।
